শনিবার ৮ মার্চ ২০২৫ - ১৩:০০
রমজান মাসের কুরআনের মুজিজা

হাদিসটি রমজান মাসের ফজিলত ও কুরআন তিলাওয়াতের গুরুত্বকে তুলে ধরে। রমজান মাসে একটি আয়াত তিলাওয়াত করাও অন্য মাসে পুরো কুরআন খতম করার সমান সওয়াবের কারণ হয়।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম রেজা (আ.) বলেছেন,
مَنْ قَرَأَ فى شَهْرِ رَمَضانَ ايَةً مِنْ كِتابِ اللّه ِ كانَ كَمَنْ خَتَمَ الْقُرْانَ فى غَيْرِهِ، مِنَ الشُّهُورِ

যে ব্যক্তি রমজান মাসে আল্লাহর কিতাবের (পবিত্র কুরআনের) একটি আয়াত তিলাওয়াত করে, সে যেন অন্য মাসে পুরো কুরআন খতম করেছে।

[বিহারুল আনওয়ার, খণ্ড- ৯৩, পৃষ্ঠা- ৩৪৬]

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha